আমি হিজাবে কমফোর্টেবল না

আমি হিজাবে কমফোর্টেবল না।পরতেই হবে তাই পরি। আর ডিজাইনও কমফোর্ট কে মাথায় রেখে করি। বাইরে আমি পারতপক্ষে বের হইনা, আর বাসায় হিজাব তো দূর কি বাত, হুট করে কোন গেস্ট আসলে ইদুর দৌড় লাগে খিমার পরার জন্য।
এতদিন আমি ভাবতাম, নন মাহরামের সামনে পর্দা তো করছিই, ঘর আমার নিজের জায়গা, এখানে একটু হাত পা ছড়িয়ে আরাম করবোনা তো যাবো কোথায়।

এরপর যখন বিভিন্ন জুলুমের ভিডিওগুলো আমার সামনে আসতে লাগলো...

ফিলিস্তিনের ওই পরিস্থিতির মুখোমুখি যদি আমায় হতে হতো, এত এত বিপদ, আর প্রান সংশয়ের মধ্যে আমার মাথায় কি হিজাব নিয়ে চিন্তা আসতো?

নামাজ, হিজাবের মত বেসিক ফরজ কাজগুলো কোনমনে পালন করা, আর সংরক্ষন করা এক ব্যাপার না।

দুনিয়ার মত অনিশ্চিত জায়গায় আমরা মাথার উপর বোমা না পড়া পর্যন্ত নিজেদের নিরাপদ ভেবে নির্যাতিত জাতির ভিডিও শেয়ার দিয়ে কিছুই পাবোনা যতক্ষণ না আমরা চারপাশ থেকে শিক্ষা নেই।

আমরা নিরাপদ নই। যেকোন সময় আমাদের মৃত্যু হতে পারে, আমাদের সালাত, হিজাব নিয়ে আমরা কতটুকু যত্নশীল ছিলাম?

Leave a comment

Please note, comments need to be approved before they are published.